11:15 PM, 12 November, 2025

পঞ্চগড়ে ডি-সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

IMG_20200229_185519

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (ডি-সেট) সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে ভিত্তি প্রস্থ স্থাপনের পর এক আলোচনা সভায় তিনি বলেন, মুজিব বর্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ৪০ হাজার তরুণকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে পঞ্চগড়ে ৫০০ জন তরুণ-তরুণী লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের আওতায় এই প্রশিক্ষণ পাবে।
প্রতি মন্ত্রী আরো বলেন, ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (ডি-সেট) সেন্টারে পঞ্চগড়ের শিক্ষিত তরুণ-তরুণীদের ৫০ দিনে ২০০ ঘন্টা প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে কাজ করার যোগ্য করে গড়ে তোলা হবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম রব্বানী প্রমূখ।