তরুনদের উদ্যোগে পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধি:
‘সোনার ছেলে সোনার দেশ, গড়বো মোরা ডিজিটাল বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পঞ্চগড় পৌর শহরের পূর্ব জালাসীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় ‘তরুন যুব উন্নয়ন সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠন পূর্ব জালাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রায়হান কবীর।
এসময় তিনি স্থানীয় গরীব, দুস্থ ও হত-দরিদ্রদের বিনামূল্যে এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসার পরামর্শ দেন।
এদিকে, পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক এস. এম হুমায়ুন কবীর উজ্জল মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং তারা তরুনদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মাসুদ রানা জীবন, সদস্য সচিব রাসেল আহমেদ এবং সদস্য আজিজুল ইসলাম, খোরশেদ মাহমুদ, আলমগীর হোসেন প্রমূখ।
