9:56 PM, 12 November, 2025

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দেবীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

20190423_175745

কাজী সাইফুল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ

জাতীয় পুষ্টি সপ্তাহ আজ মঙ্গলবার২০১৯ খ্রীঃ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্স এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদ্ববোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব প্র‍ত্যয় হাসান।
খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বেলা ১১টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডা. সায়েম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ শাহ আলম এবং মৎস্য কর্মকর্তা লাজু।

স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন।