উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বাঘিনীদের শুভ সূচনা

ক্রিড়া প্রতিবেদকঃ মোঃ আলী আকবর রনী
এই প্রথম বাংলাদেশের মাটিতে কোন আন্তর্জাতিক মহিলা ফুটবল টূর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বঙ্গমাতা অনূর্ধ ১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯। উদ্বোধনী ম্যাচে বাংলার মেয়েরো মুখোমুখি হয়েছে আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে। খেলাটি শুরু হয় ২২ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬ ঘটিকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলার শুরু থেকেই বাংলার মেয়েরা আক্রামনাত্বক খেলতে থাকে। প্রতিটি মুহেুত্ত্বে আরব আমিরাতের মেয়েরা বাংলাদেশের আক্রমন ঠেকাতে ব্যতি ব্যস্ত থাকে। কিন্তু ফিনিশিং এর দূর্বলতার কারণে মাত্র ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয়। খেলাতে এক প্রকার আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলার বাঘিনীরা, আরব আমিরাতের শিবিরে প্রতি মিনিটে আঘাত হানে কিন্তু ফিনিশিংএর অভাবে গোল বঞ্চিত করে ষ্টেডিয়ামে খেলা দেখতে আসা হাজার তিনেক দর্শকদের। যে দুটি গোল হয়েছে তার একটি করেন সিরাত জাহান স্বপ্না এবং আরেকটি করেন কৃষ্ণা।
শেষবার আরব আমিরাতের মুখোমুখো হয়েছিল বাংলার মেয়েরা ২০১৮ সালে সেই বার বাংলাদেশে জিতেছিল ৭-০ গোলে। আগামী শুক্রবার, ২৬শে এপ্রিল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের গ্রূপ পর্যায়ের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখমুখি হবে কিরগিস্তানের বিপক্ষে।
