বরগুনা তালতলীতে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা তালতলী উপজেলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা যুবদলের আহবায়ক ছগির হাওলাদার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কাজী আজিজুল হাকিম আরজু।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এ্যাড.আক্তারুজ্জামান শামিম যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন, সহ সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, মনিরুল ইসলাম লিটন আমিনুল ইসলাম আমিন, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. পারভেজ আকন বিপ্লব জেলা যুবদলের সভাপতি জাহিদ হাসান মোল্লা সাধারন সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব স্বপন প্রমুখ।
সভায় বক্তৃতাকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী জানান তারা।
সারা দেশে যুবদলের সফরের মাধ্যমে কমিটি করে খালেদা জিয়া মুক্তির আন্দোলন কে বেগবান করবেন রাজপথের ত্যাগী নির্যাতিত ও ছাত্রদল করা পরিক্ষিত নেতাদের সমন্বয় করে যুবদলকে সাজাবেন এমনটি নিশ্চিত করেন নেতৃবৃন্দরা।
