7:44 PM, 13 November, 2025

অচল পল্লী স্বাস্থ্য কেন্দ্র সচল করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ

Gaibandha PHOTO-03 (4)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার অচল রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র সচল করার দাবিতে ১৯ ফেব্রয়ারী  বুধবার দুপুরে সচেতন এলাকাবাসীর উদ্যোগে গাইবান্ধা-নাকাই সড়কে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সচেতন এলাকাবাসি জোহা খন্দকার, সবুজ মিয়া, নুর মোহাম্মদ লিটন, শিপন চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা বলেন, তারা রামচন্দ্রপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন আগে তাদের এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়। শুরুর দিকে সেখানে কিছুটা স্বাস্থ্যসেবার আয়োজন থাকলেও বর্তমানে প্রায় অচলাবস্থা হয়ে পড়েছে। তাই তারা অচল পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি সচল করে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করার দাবি জানান।