11:27 AM, 13 November, 2025

গোবিন্দঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার

dal news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে থানাধীন বাগদা ফার্মস্থ পুলিশ ফাঁড়ির সামনে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপর আঞ্চলিক মহাসড়ক উপর দিনাজপুর হইতে বগুড়া গামী গোবিন্দগঞ্জ স্পেশাল যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-১৬৮৬ বাস তল্লশি করে ১।সাইদুর রহমান(৫৩) এর নিকট ৪৯ বোতল ফেন্সিডিল ও ২। মোস্তাফিজার(২১) এর নিকট ৪৯ বোতল ফেনসিডিল  মোট ৯৮ বোতল ফেন্সিডিল আটক করা হয়।

গ্রেফতারকৃত  ১।সাইদুর রহমান(৫৩) দিনাজপুর জেলার পার্বতীপুর থানার শালকি বজ্জাকুড়ি গ্রামের মৃত বশার উদ্দিন ছেলে ও  ২। মোস্তাফিজার(২১) দিনাজপুর জেলার একই থানার ছোটরামচন্দ্রপুর গ্রামের  পিতা- আবুল হোসেন ছেলে। এই দুইজনের কাছে পৃথক পৃথকভাবে ফেনসিডিল  মোট ৯৮ বোতল ফেন্সিডিল আটক করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে।