9:39 AM, 13 November, 2025

অমর একুশে উপলক্ষে উদীচী-গাইবান্ধার তিনদিনব্যাপী কর্মসূচী শুরু

IMG_20200218_191048

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা  প্রতিনিধিঃ

অমর একুশে উপলক্ষে উদীচী, গাইবান্ধা জেলা সংসদ আয়োজিত তিনদিব্যাপী কর্মসূচীর প্রথম দিনে গতকাল ১৭ ফেব্রয়ারী সোমবার বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনারে শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, শুদ্ধ বানানে বাংলা লেখা প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।
আজ মঙ্গলবার ও বুধবার একই স্থানে সন্ধ্যা ৬টায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং ২১ ফেব্রয়ারি শুক্রবার সকাল ৭টায় উদীচী জেলা কার্যালয় থেকে প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে তিনদিনব্যাপী কর্মসূচী শেষ হবে।