সোনাগাজীর নুসরাত হত্যা ও গাইবান্ধা রবিদাস সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরে চৌমাথা মোড়ে আজ ২২ এপ্রিল সোমবার সকালে ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি ও গাইবান্ধা সদরে রবিদাস সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা পূঁজা উৎযাপন পরিষদ ও হিন্দু, বৌধ্য,খিষ্ঠান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,জাসদের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধান,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু,পূঁজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,ও সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন,নুসরাত হত্যার দ্রæত বিচার সহ সকল ধরনের নির্যাতন বন্ধ করে সূখী সমৃদ্ধশালী বাংলাদেশ বাস্তবায়নে সকল ধর্ম গোত্রের মানুষ কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
