2:14 AM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলো পরিবারের

sishu news gobi

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় একটি হারিয়ে যাওয়া শিশু পরিবার কে ফিরে পেলো। অবশেষে গেলো নিজ পরিবারের কাছে।

গতকাল ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে শিশু সাগর (৯) কে গোবিন্দগঞ্জ থানাধীন মায়ামনি মোড়ে কোন এক বাস হতে নামিয়ে দিয়ে চলে গেলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ শিশু সাগরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর  করে। এরপর টানা দু’দিন সন্ধান পূর্বক সাগরের পরিবার কে খুঁজে বের করে তার বাবা দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মধ্য খালেকপুর গ্রামের জালাল মিয়ার নিকট হস্তান্তর করা হয়।শিশু সাগর (৯) ফুলবাড়ি রাজারামপুর মাদ্রাসার ছাত্র।