2:19 AM, 13 November, 2025

নজেল পয়েন্ট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

IMG_20200214_220723

এম ডি হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

নলেজ পয়েন্ট স্কুলের আয়োজনে ৫ম বার্ষিকী, পুরষ্কার বিতরণ, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি ২০২০) পশ্চিম ডেন্ডাবড়, আশুলিয়া, সাভার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় নলেজ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীরা কবিতা, গান ও একক ও দলীল নৃত্য উপস্থাপন করে।

এ সময় উক্ত অনুষ্ঠানে নলেজ পয়েন্ট স্কুলের দুই সহকারী শিক্ষক এনামুল হামিদ চৌধুরী ও মোহাম্মদ খাঁন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব সাইফুল ইসলাম (চেয়ারম্যান- স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ), মোঃ মোজাফফর হোসেম জয় (সভাপতি উক্ত স্কুল ও জেলা প্রতিনিধি- সময় টিভি) সহ জনসাধারণ এর এক অংশ।