7:03 AM, 13 November, 2025

মুরাদনগরে জাল টাকাসহ দুই জন গ্রেফতার

IMG_20200213_164647

সফিকুল ইসলাম,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজার এলাকা থেকে এক লাখ ৯ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাখরনগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মোঃ সেলিম (৩০) ও জেলার দেবিদ্বার উপজেলার ছেপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে শরীফ হাসান (২৬)। খবর নিয়ে জানা যায় এর আগেও জেলার দেবিদ্বার থানায় শরীফ হাসানের বিরুদ্ধে জাল টাকাসহ চুরি মামলা রয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম জানান বুধবার সন্ধ্যায় উপজেলার ছালিয়াকান্দি বাজার এলাকায় এসআই সুলতান ও এএসআই সুকান্তের নেতৃত্বে একদল পুলিশ চেক পোস্ট করা কালিন সময় সন্ধেহ ভাজন মটরসাইকেল আরোহী দুই জনের দেহ তল্লাশি করে। এ সময় মটরসাইকেল আরোহী শরীফের পকেট থেকে এক লাখ ও সেলিমের পকেট থেকে ৯ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ব্যাপারে বুধবার রাতে মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে।