পলাশবাড়ীর হোসেনপুরে বিএনপির মতবিনিময় সভা ও গণসংযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামের অংশ হিসাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ২নং হোসেনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা ৪ ফেব্রয়ারী মঙ্গলবার বিকেলে মেরীরহাট মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা হযরত আলী মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও (পলাশবাড়ী-সাদুল্লাপুর )আসনে উপ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য ধানের শীষের প্রতীক প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সদস্য সচিব আবু আলা মওদুদ,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,হোসেনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি রাজু আহমেদ,যুগ্ন সাধারন সম্পাদক সাগর সরকার মিনু,ছাত্রদল নেতা রায়হান প্রমুখ।
সমগ্রঅনুষ্ঠানটি সঞ্চালন করেন গাইবান্ধা জেলা যুবদলের সহ সভাপতি মোশফিকুর রহমান রিপন। সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক মেরীরহাটের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি বলেন অপশাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে এই এলাকার উন্নয়নের স¦ার্থে আগামী উপ নির্বাচনে অংশ নিবে বিএনপি । তাই উক্ত নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকে আপনাদের সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করছি।
