মাহির ভুয়া ফেসবুক পেজ ‘ভেরিফায়েড’

চিত্রনায়িকা মাহিয়া মাহি’র নামে ব্যবহার করা অন্য একটি পেজ ভেরিফায়েড করেছে ফেসবুক। আর এতে বিরক্ত মাহিয়া মাহি। ভুয়া পেজটিতে ফেসবুকের ‘নীল টিক’ পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানানো শুরু করলে বিষয়টি নজরে আসে চিত্রনায়িকা মাহির।
ভুয়া পেজটি কীভাবে ‘ভেরিফায়েড’ হলো এ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।
মাহিয়া মাহি বলেন, ‘আমার ভুয়া পেজটি ভেরিফায়েড হলো কীভাবে? তা আমি বুঝতে পারছি না। ফেসবুকে মানুষ ভেরিফায়েড দেখে নিশ্চিত হয় সেটি আসল, না নকল। কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না। এটা খুবই বিরক্তিকর।’
বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় কি না, সে বিষয়েও ভাবছেন অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা।
