12:34 AM, 13 November, 2025

তামিমের ডাবল সেঞ্চুরি

tamim-iqbal_33

হতাশার সময় কাটিয়ে আবারো ব্যাটিংয়ে ঝড় তুললেন তামিম ইকবাল। হতাশাজনক পাকিস্তান সফর শেষে দেশে ফিরে বিসিএলে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

পাকিস্তানে আসন্ন টেস্ট সফরের আগে এটা তার জন্য দারুণ প্রস্তুতি। তামিমের আগের ডাবল সেঞ্চুরিটি ছিল পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে। ২০১২ সালে জাতীয় লিগে পরপর দুই ম্যাচে করেছিলেন ১৯২ ও ১৮৩। এবার ডাবল সেঞ্চুরি করেই ছেড়েছেন।

৬ বছর পর বিসিএলে খেলতে নেমেই সেঞ্চুরির স্বাদ পেলেন তামিম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার এটি ষোড়শ সেঞ্চুরি। দিনের শুরু থেকেই ছন্দে ছিলেন। প্রথম ৫ ওভারে মেরে দেন ৫টি বাউন্ডারি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ২৭৯ বলে ২২১ রানে ব্যাট করছেন।