9:58 PM, 12 November, 2025

টেস্ট দলে ফিরতে আশরাফুলের কঠোর অধ্যবসায়

mohammad-ashraful

নিজেকে অনেক বদলেও সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি মোহাম্মদ আশরাফুল। কেনো যে কোন দল তাকে নিতে আগ্রহ দেখায়নি, তা-ও জানেন না টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এ সেঞ্চুরিয়ান। তবে এবারের বিপিএলে খেলার সুযোগ না পেয়েও দমে যাননি আশরাফুল।

এর মধ্যে নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন তিনি। ওজন ১২ কেজি কমিয়ে নিজেকে প্রস্তুত করেছেন শুরু হতে যাওয়া বিসিএলের জন্য। এই টুর্নামেন্টে খেলার জন্য যেখানে বিপ টেস্ট লাগে ১০.৫, সেখানে আশরাফুল ১১ তুলেছেন। এর জন্য ৭৩ কেজি থেকে ওজন ৬১ কেজিতে নামিয়ে এনেছেন তিনি।

এ প্রসঙ্গে সাবেক টাইগার অধিনায়ক আশরাফুল বলেন, ‘বিপিএলে সুযোগ না পেয়ে ভালোই হয়েছে। এই ৫০ দিনে ১১-১২ কেজি ওজন কমিয়েছি। নিজের অনেক পরিবর্তন করেছি। ফিটনেস লেভেল ভালো পর্যায়ে নিয়ে গেছি।’

বিপিএলে দল পেলে দেশের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারতেন তিনি। কিন্তু না পেয়ে সে সময়টার পুরোটাই কাজে লাগিয়েছেন আশরাফুল। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘এই সময়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, বিসিএলের বিপ টেস্ট ১১ তুলতে পেরেছি। যেটি নিজের কাছে খুব ভালো লাগছে।’

এখনো জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি বাংলাদেশ ক্রিকেটের প্রথম ‘আশার ফুল’ আশরাফুল। তার লক্ষ্য- ঘরোয়া ক্রিকেটে নিজের দুর্দান্ত পারফর্যা১১ন্স। আর সেটা করতে পারলে ফের সাদা পোশাকে টাইগার শিবিরে দেখা যেতে পারে আশরাফুলকে। সেটাকে লক্ষ্য করেই একটু একটু করে এগিয়ে যেতে চান তিনি।

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই টেস্ট ফরম্যাটে খেলতে চাই। গেল জাতীয় লিগে ভালো খেলেছি আমি। আশা করি, শুরু হতে যাওয়া বিসিএলে খেলার সুযোগ পাব। এতে ভালো খেলতে চাই।’

দারুণ খেলেই জাতীয় দলের হয়ে পুণরায় খেলতে চান আশরাফুল। আবারো মাথায় সবুজ হ্যালমেট চাপিয়ে টেস্ট খেলার স্বপ্নটা এখনো ফিকে যে হয়নি সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের!