1:58 AM, 13 November, 2025

শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

received_1104097693094297
মোঃ শাহিন আহমেদ
বিশেষ প্রতিনিধি মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখানের বেলতলীতে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’দিন পর ধর্ষণের অভিযোগ করে থানায় মামলা করা হলেও এখনো অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় ঐ ছাত্রীর নিজ বসত ভিটায় ধর্ষণের এ ঘটনাটি ঘটে বলে জানান যায়।
পারিবার ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, পাশের বাড়ির বখাটে মুন্না মিয়া (১৮) মেয়েটিকে একা পেয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। সে একই গ্রামের মতলিব মিয়ার ছেলে। ধর্ষিতা কিশোরী স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
মেয়ের বাবা বলেন, কাজ শেষে বাড়ি ফিরলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এসময় তাঁকে ধরার জন্য তিনি পিছু ছুটলেও তাকে ধরতে পারেননি। মেয়ের মা বলেন, পরের বাড়িতে থেকে কাজ করে ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। এখন তাদের ভয় হচ্ছে মেয়েটিকে পড়াতে পারবেন কিনা। তারা বলেন এরকম ঘটনা যেন আর কোনও মেয়ের সাথে না ঘটে।
এব্যাপারে দু’দিন পর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে মেয়ের বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি গত বৃহস্পতিবার রেকর্ড করে এসআই রাশেদুলকে দায়িত্ব দেয়া হয়। মামলা নাম্বার ২০, তাং ১৯ এপ্রিল’১৯।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর নিয়েছেন। মেয়েটি বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা রুজু হয়েছে,যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি পাল কানুনগো বলেন, মেয়েটির পরীক্ষা নিরীক্ষার জন্য বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। আইনের বাধ্যবাধকতা থাকায় সবকিছু বলা যাচ্ছে না।