ট্রাম্পকে সরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন হিলারি

ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) দেওয়া ওই সাক্ষাৎকারে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, সামনেই নির্বাচন। এবার ট্রাম্পকে যেভাবেই হোক হারাতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের পক্ষে আরও চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়।
সাক্ষাৎকারে হিলারি বলেন, চলতি বছরের শেষ দিকে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে জিততেই হবে। কেননা আসন্ন এই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে। কাজেই ডেমোক্র্যাট প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাব।
এ সময় হিলারি ক্লিনটন আরও বলেন, ট্রাম্পের দল ক্ষমতায় যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। অনৈতিক কৌশল অবলম্বনের চেষ্টা করবে তারা। তাদের অর্থের উৎস অনেক বেশি। এমনকি তারা বিদেশ থেকেও অর্থ সংগ্রহ করে। তাই তাদের হারাতে হলে আমাদের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। রিপাবলিকানরা আমাদের চলার পথে যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন, আমাদের অবশ্যই তা অতিক্রম করতে হবে।
