সোলাইমানির উত্তরসূরিকেও খতম করা হবে, হুমকি যুক্তরাষ্ট্রের

বছরের শুরুতে ইরাকের বাগদাদ শহরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিসহ ৮ জন নিহত হন। এর পর থেকেই ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ইরানি জেনারেলের উত্তরসূরিরও করুণ পরিণতি হবে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, রবিবার (২৬ জানুয়ারি) ইরানে নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক হুমকিটি দেন। তিনি বলেছেন, অবিলম্বে জঙ্গি কার্যকলাপ বন্ধ না করলে সোলাইমানির মতো জেনারেল ইসমাইল কানিকেও খতম করা হবে।
ব্রায়ান হুক আরও বলেন, জেনারেল কানি যদি মার্কিন নাগরিকদের নিশানা করেন। তবে তার জন্যও একই পরিণতি অপেক্ষা করবে।
বিশ্লেষকদের মতে, উত্তেজনার পারদ চড়িয়ে ইরানকে হুঁশিয়ারিটি দিল যুক্তরাষ্ট্র। কেননা সোলাইমানির দেখানো পথেই হেঁটে মার্কিনিদের শিক্ষা দেওয়া হবে বলে সম্প্রতি হুমকি দিয়েছেন জেনারেল কানি। মূলত এর পরপরই যুক্তরাষ্ট্র থেকে বার্তাটি পাঠানো হয়।
এর আগে ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।
সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ভোররাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। যদিও বাস্তবে তা ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
আলোচনার প্রস্তাব দেওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
