6:57 AM, 13 November, 2025

দেবীগঞ্জে দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

IMG_20200125_152203

কাজী সাইফুল, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখবাধাঁ রেয়াজিয়া দাখিল মাদরাসার ২০২০সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার২৫শে জানুয়ারি সকাল ২ টায় মাদরাসা প্রাঙ্গনে এ বিদায় ও নবীন বরণঅনুষ্ঠিত হয়। মাদরাসার গভর্নিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের দেবীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী । এছাড়া উপস্হিত ছিলেন মাদরাসা সুপার সাইফুল ইসলাম, আওয়ামী লীগের দেবীগঞ্জ পৌর সসাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু,আওয়ামীলীগের চিলাহাটী ইউনিয়নের ৮নং ওয়াডের সভাপতি আব্দুস সামাদ,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল হক সরকার,গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্হানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে প্রধান অতিথি গিয়াস উদ্দীন চৌধুরী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় অনেক কষ্টের হলেও তোমরা যে বিদায় নিতে যাচ্ছ তা হল আনন্দের। এ বিদায়ের মধ্যে রয়েছে তোমাদের ভবিষ্যৎ গড়ার হাতছানি।

এসময় অত্র মাদরাসার সুপার সাইফুল ইসলাম,মাদরাসার সভাপতি আব্দুর রাজ্জাক,সহকারী মাওলানা জয়নাল আবেদীন,রিয়াজুল হক সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।