11:45 AM, 13 November, 2025

পাকুন্দিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দো’আ মাহফিল অনুষ্ঠিত

FB_IMG_15799627009722267

মো. স্বপন হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):

গতকাল (শনিবার) পাকুন্দিয়া উপজেলাধীন চরফরাদি ইউপির ঝাউগারচর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায় ও দো’আ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

উক্ত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন ও ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. হাবিবুর রহমান।

এছাড়াও শিক্ষকমণ্ডলীর মধ্যে প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, সহকারী আতিকুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

এসময় পরীক্ষার্থীদের পরীক্ষায় করণীয় ও বর্জনীয়, পরীক্ষার হলরুম ও কেন্দ্রের পরিবেশ সুন্দর রাখা, সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে পিতা-মাতা ও মাদরাসার সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি একজন আদর্শবান নৈতিক ব্যক্তি হিসেবে গড়ে উঠার এবং সেই সাথে দেশ ও দেশের মানুষের বিপদে পাশে থাকার, পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার  আহবান জানানো হয়।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ দো’আ পরিবেশন করেন ধর্মীয় শিক্ষক মো. ফারুক হোসাইন।

উল্লেখ্য: ২০১২সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ফলাফলের দিক থেকে প্রতিবারই ইউনিয়ন ও উপজেলা মধ্যে সুনাম বয়ে আনে। এবছর ৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।