1:25 PM, 13 November, 2025

শ্রীমঙ্গলে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তিমেলা উদ্বোধন

FB_IMG_1555754731841

মো সুমন মিয়া,

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রযুক্তি সমুহ পরিচিতিসহ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডক্টর মো.আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল ও স্থানীয় আওয়ালীলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা ৯টি ইউনিয়নের কৃষকগন। অনুষ্ঠানে প্রধান অতিথি খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচী আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
শ্রীমঙ্গল উপজেলায় এবছর ২ হাজার ৫০০ জন প্রান্তিক-ক্ষুদ্র কৃষকের প্রত্যেককে বিনামূল্যের ৫ কেজি আউস ধানবীজ, ১৫ কেজি করে জিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।
এদিকে কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতির স্টল, মালচিং ও সেড পদ্বতিতে সব্জী চাষ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্টল, ভাসমান সবজী চাষ, ছাদে বাগান স্বজন, পাহাড়ের ঢালে ফল চাষ, সমন্বিত খামার ব্যবস্থাপনা স্টল, কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রসহ মোট নয়টি স্টল রয়েছে। এর আগে উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ নেন।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, শ্রীমঙ্গল উপজেলায় মোট ২৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১৫ কেজি জিএপি ও ১০ কেজি এমওপি সার সরকারিভাবে বিনামুল্যে প্রদান করা হয়েছে। এর মধ্যে উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৩৯০ জন, ভুনবীরে ৩৮০ জন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩০ জন, সিন্দুরখান ইউনিয়নে ৩৯০ জন,আশিদ্রোণ ইউনিয়নে ৫২০ জন,কালাপুর ইউনিয়নে ৩২০ জন,সাতগাঁও ইউনিয়নে ৬০ জন,রাজঘাট ইউনিয়নে ৭০ জন,কালীঘাটে ১১০ জন এ সহায়তা পাচ্ছে।#

মো সুমন মিয়া
শ্রীমঙ্গল