8:15 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বুরো বাংলাদেশ

received_149535389822149
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বুরো বাংলাদেশ নামের একটি এনজিও সংস্থা ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগর আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয়ে সংস্থাটির আয়োজনে প্রায় সাড়ে ৫শ জন দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ করেন রাণীশংকৈল উপজেলার চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশে রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান,বুরো বাংলাদেশ ঠাকুরগাঁও অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আওলাদ হোসেন,৪ নং লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম,রানীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন,ভাইস চেয়ারম্যান সোহেল রানা সহ অন্যান্যরা।
এই শীতে নতুন কম্বল হাতে পেয়ে আনন্দিত হয়ে বুরো   বাংলাদেশকে ধন্যবাদ জানান।