নারায়নগঞ্জে ১৬ তলা হাসপাতাল ভবনের উদ্বোধন করে ষোলোআনা ফাউন্ডেশন

নারায়নগঞ্জ প্রতিনিধি:
নারায়নগঞ্জে ১৬ তলা রমজান আলী জেনেরাল হাসপাতালের শুভ উদ্বোধন করেন ষোলোআনা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম বাবলু এমপি।
আর্তমানবতার সেবায় সাধারন মানুষের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ষোলোআনা ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবার পাশাপাশি হাসপাতাল নির্মাণ কর্মসূচী হাতে নিয়েছে। এরি ধারাবাহিকতায় সেলসারদী বন্দরে ১৬ তলা বিশিষ্ট ভবনের কার্যক্রম শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দাতা সদস্য মুজিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ষোলোআনা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম সারোয়ার মানিক, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মীম, সহযোগী প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্স, মিডিয়া বিষয়ক সম্পাদক রাশেদ আকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজন আকন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময়ের বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মাটি পরীক্ষার কাজ শুরু করা হয়।
