গাইবান্ধায় অপহরন হওয়া মিশু উদ্ধার অপহরনকারী আটক

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরন হওয়া মিশু উদ্ধার ও অপহরনকারী আটক করেছে পুলিশ। গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মোঃ মজিবর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যের ভিত্তিতে, মানিকগঞ্জ জেলার সিংগাইর থেকে, অপহরনকারী রবিউল ইসলাম কে আটক করা হয় ও মিশু (১৫) কে উদ্ধার করে। আটককৃত রবিউল হলেন বারোবলদিয়া খিদির গ্রামের আবদুল বারীর পুত্র।
গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মোঃ মজিবর রহমান জানান,একই গ্রামের মিশু নামের নবম শ্রেনীর ছাত্রী কে ৩ জানুয়ারি অপহরন করে পালিয়ে নিয়ে যায় রবিউল ইসলাম। পরে মিশুর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় রবিউল ইসলাম এর বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
