2:20 AM, 13 November, 2025

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সহিত সভা 

FB_IMG_1578566425784
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  সাংবাদিকদের সহিত অবহিত করণ সভা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায়  সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের  ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন, শিশু বিশেষজ্ঞ ডা: শাহাজাহান নেওয়াজ, ঠাকুরগাঁও  সাংবাদিক আব্দুল লতিফ, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
বক্তারা জানান  আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) অনুষ্ঠিত হবে। ওই দিন জেলায় ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৬৫৮ জন শিশুকে নীল রঙয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৫ হাজার ৬৭৮ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে সদর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৬ হাজার ৬শ ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৩১৬ জন শিশু, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬-১১ মাস বয়সী ২ হাজার ৬শ ও ১২-৫৯ মাস বয়সী ২৮ হাজার ৫শ জন, পীরগঞ্জ উপজেলায় ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৬২৫ ও ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৭৫০ জন, রানীশংকৈল উপজেলায় ৬-১১ মাস বয়সী ৩ হাজার ১২৫ ও ১২-৫৯ মাস বয়সী ২৮ হাজার ২৫ জন, হরিপুর উপজেলায় ৬-১১ মাস বয়সী ১ হাজার ৭৫৮ ও ১২-৫৯ মাস বয়সী ১৬ হাজার ৭২০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অন্যদিকে ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৬২৫ ও ১২-৫৯ মাস বয়সী ১২ হাজার ৮৯২ জন, রানীশংকৈল পৌরসভায় ৬-১১ মাস বয়সী ৩২৫ ও ১২-৫৯ মাস বয়সী ২ হাজার ৪৭৫ জন শিশুকেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।