ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নবীন আলো সংগঠন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
পাশে আছি পাশে থাকবো এই শ্লোগান কে সামনে রেখে প্রায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁওয়ের নবীন আলো নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার বিকেলে ঐ সংগঠনটির আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হল প্রাঙ্গনে এই কম্বলগুলো বিতরণ করা হয়।
নবীন আলো সংগঠনের সভাপতি সৈয়দ শিহাব এর সভাপত্বিতে এ সময়ে উপস্থিত ছিলেন, ডাঃ সুবিন্দ্র কুমার দেব নাথ, আরএসডিওর নিবার্হী পরিচালক ইকলিমা খাতুন মিনা, উপদেষ্টা মাহাবুবুর রায়হান, মঞ্জুরানা, সহ সংগঠনটির অন্যান্যরা ।
কম্বল পেয়ে খুশি হয়েছেন সকলেই।
Attachments area
