11:16 PM, 12 November, 2025

বাংলাদেশকে রাজি করাতে পাকিস্তানের নতুন কৌশল!

CRICKET-ASIA-CUP-PAK-BAN

Bangladesh batsman Mushfiqur Rahim plays a shot as Pakistan captain and wicketkeeper Sarfraz Ahmed (L) looks on during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Pakistan at the Sheikh Zayed Stadium in Abu Dhabi on September 26, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

চলতি মাসের শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। যেখানে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপাতত শুধু সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে চাইছে। টেস্টে অনীহা থাকায় পিসিবির পক্ষ থেকে বার-বার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়! কিছুতেই টেস্ট খেলবে না পাকিস্তানে! ফলে বিসিবিকে রাজি করাতে নতুন কৌশল বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগে টি-টুয়েন্টি পরে টেস্ট খেলবে সূচিতে তাই। কিন্তু পিসিবি এখন আগে টেস্ট খেলতে চায়। পিসিবির বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, টাইগাররা টি-টুয়েন্টি না খেলে পাকিস্তানে শুধু টেস্ট খেলুক। মূলত পাকিস্তানে টেস্ট ম্যাচ আয়োজিত হওয়ার ধারাবাহিকতা না ভাঙতেই তাদের এমন সিদ্ধান্ত। কারণ সীমিত ওভারের ক্রিকেট এখন পাকিস্তানে মোটামুটি নিয়মিত। তাই তাদের মনোনিবেশ এখন টেস্টের দিকে।

গত ১০ বছরে একবারও পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ দল। এবারই প্রথম যাওয়ার কথা চলছে জোরেশোরে। এ কারণে বিসিবি চাইছে আগে স্বল্প সময়ের জন্য দল পাঠিয়ে অভ্যস্ত করে তুলতে। তবে সেটাই বুঝতে চেষ্টা করছে না পিসিবি। অথচ শ্রীলঙ্কার সঙ্গেই তারা প্রথম ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছে এবং একমাস বিরতি দিয়ে দুই টেস্টের সিরিজ খেলেছে দেশের মাটিতে।

সেই প্রক্রিয়া মোতাবেকই বিসিবি পাক সফরে প্রথমে টি-টুয়েন্টি সিরিজ এবং পরে সময় সুযোগ বুঝে এবং পরিস্থিতি দেখে টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নিতে চেয়েছে। পিসিবি তাতে দ্বিমত করাতেই এখন পর্যন্ত পুরো সফরটির ভাগ্যই ঝুলে আছে। পিসিবি আশা করছে, বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দেশটিতে। বিসিবি’র সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন তারা।