1:27 PM, 13 November, 2025

আতিক-তাবিথের মনোনয়ন বৈধ, কামরুলের বাতিল; দক্ষিণের সাত মেয়র প্রার্থীই বৈধ

সিটি নির্বাচন

তাবিথ, আতিক

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম এবং তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বিষয়টি জানান।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি আর প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। এবার পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

অপরদিকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের তাপস ও বিএনপির ইশরাকসহ সাত প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ডিএসসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এসব তথ্য গণমাধ্যমকে জানান।

তাপস, ইশরাক ছাড়াও দক্ষিণে বৈধ বাকি মেয়র প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন এবং বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।