দ্রুত পদ সৃজন ও এডহক নিয়োগের দাবিতে কক্সবাজারে বাসকশিপের জেলা সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
গত ৩০ ডিসেম্বর দ্রুত পদ সৃজন,এডহক নিয়োগ, কলেজসমূহের সরকারিকরণের গেজেট প্রকাশের দিন থেকে চাকরির কার্যকাল প্রদানের দাবিতে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর কক্সবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ কক্সবাজার জেলার প্রণকেন্দ্র, হোটেল হলিডের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ আতাউর রহমান,প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব ড. এম আহাম্মদ আলী মল্লিক।আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জনাব শামীম উদ্দীন,আতিকুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব এসএম মামুনুর রশিদ, ফজলুল হক খান,প্রদীপ কুমার দাশ,অং জং অং চৌধুরী,শাহাবুদ্দিন, সরোয়ার কামাল,রামু কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল হক,কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব নুরুচ্ছফা,মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসাইন সহ আরও অনেকে। বক্তারা দ্রুত পদসৃজন যোগদান ও নিয়োগের দাবী জানান।সম্মেলন সঞ্চালন করেন উখিয়া ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক আমম জহির। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে চকোরিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক জনাব শাহাবুদ্দীনকে কক্সবাজার জেলার সভাপতি এবং উখিয়া সরকারি কলেজের জনাব হেলালউদ্দিনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
