1:27 PM, 13 November, 2025

গোলাপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

80862808_604924043577882_4764791895903698944_n

গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জের ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
সরকার কর্তৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সায়রা বেগমের সঞ্চলনায় আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাদিরা বেগম, সদস্য আবুল কালাম আজাদ বুদুর, শিক্ষানুরাগী ফখর উদ্দিন, পিটিএ কমিটির সদস্য আব্দুর রহিম লিলু।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।