10:01 AM, 13 November, 2025

মিরপু‌রে তিন দিন ব্যাপী ডি‌জিটাল শিক্ষা মেলা অনুু‌ষ্ঠিত

81273081_459804868263122_5456883724845056000_n

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার মিরপু‌রে তা‌মিরুল উম্মাহ্ স্কুল এন্ড ক‌লেজ কর্তৃক আ‌য়ো‌জিত তিন দিন ব্যাপী ডি‌জিটাল শিক্ষা মেলা অনু‌ষ্ঠিত হয়।

২৭, ২৮ ও ২৯ ডিসেম্বরের আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নের আজ শেষ দি‌নে প্রধান অ‌তি‌থি হি‌সেবে উপস্থিত ছি‌লেন বগুড়া ৭ আস‌নের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু। মেলার শেষ দি‌নে সাধারন মানু‌ষের মা‌ঝে বিনামূ‌ল্যে চি‌কিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক‌রেন স্বেচ্ছা‌সেবী সংগঠন ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন।

সকা‌লে প্রায় ২ শতাধীক মানু‌ষের মা‌ঝে এ সেবা প্রদান করা হয়। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন এর প্রতিষ্ঠাতা নির্বাহী প‌রিচালক মু‌র্শিদ‌া এনাম মীম, সহ‌যোগী প্র‌তিষ্ঠাতা ও অর্থ সম্পাদক আ‌রিফুল ইসলাম প্রিন্স, মি‌ডিয়া বিষয়ক সম্পাদক রা‌শেদ আকন, তথ্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক রাজন আকন্দ সহ আরও অ‌নে‌কে।

শে‌ষে ২০১৯ এর বা‌র্ষিক ফলাফল প্রকা‌শের মাধ্য‌মে শেষ হয় এবা‌রে ডি‌জিটাল শিশু শিক্ষা মেলা। সমা‌প্তি ঘোষণা ক‌রেন প্রতিষ্ঠান‌টির প্রধান শিক্ষক শাহীন শিকদার।