মুরাদনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন
smart

সফিকুল ইসলাম, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা গতকাল শনিবার বিকেলে উপজেলার লক্ষীপুর শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, মুরাদনগর ডি আর সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শাহজাহান,উপজেলা একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, ধামঘর ইউপি জেয়ারম্যান মো: আবুল হাসেম, উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহাম্মদ প্রমুখ। সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
