8:07 AM, 13 November, 2025

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৪

gun-fire

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. ওবায়দুর রহমান বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৫৭১ পিস ইয়াবা, ২৫২ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।