9:46 AM, 13 November, 2025

মুরাদনগরে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্ধোধন

IMG_20191217_145622

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে । মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর প্রধান অতিধি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্ধোধন করেন। উপজেলা স্কাউট সম্পাদক ও কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার ।
এছাড়া উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার দাশ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা।