3:40 AM, 13 November, 2025

সোনারগাজির নুররাত হত্যাকারিদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন মৌন প্রতিবাদ স্মারকলিপি প্রদান

1555595271950_Gaibandha PHOTO-01

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন ও মৌন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকের হাতে যৌন হয়রানী বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশসহ নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।