সেই ‘ওয়াইড-নো’ নিয়ে ফিক্সিংয়ের সন্দেহ টিম ডিরেক্টরের

বিপিএল আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিপিএলের। বিপিএল শুরু হওয়ার পর নতুন এক বিতর্ক সৃষ্টি হলো। বিপিএলের প্রথম ম্যাচেই অদ্ভুত দুই ওয়াইড ও নো বল দিয়েছেন সিলেট থান্ডার্স এর ক্যারিবিয়ান পেসার ক্রিসমান সান্টোকি। যা দেখে কেউ কেউ সরাসরি বলে দিয়েছেন ‘এটা নিশ্চিত ফিক্সিং।’
শুধু সাধারণ মানুষরাই নন, খোদ বিসিবি পরিচালক তানজীল চৌধুরীর মনেও প্রশ্ন জেগেছে, এটি ফিক্সিং নয়তো?
ঘটনার শুরু এবারের বিপিএলের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে। মিরপুরে সিলেট থান্ডার্স এর ছুড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যটিং করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন সান্টোকি।
ওভারের তৃতীয় বলে দেন বিশাল এক ওয়াইড আর পঞ্চম বলে দেন বিশাল এক নো বল।
সান্টোকি তার ওভারের তৃতীয় বলে লেগ সাইডে এমন বড় এক ‘ওয়াইড’ দেন, যা ধরতে অনেক কষ্ট করতে হয়েছে উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুনকে। তিনি বাঁ দিকে ডাইভ দিয়ে বলটি গ্লাভসবন্দী না করলে অতিরিক্ত আরো ৪ রান পেয়ে যেত চট্টগ্রাম।
পরের দুই বলে আর কোন রান দেননি সান্টোকি। কিন্তু ওভারের পঞ্চম বলে দিয়ে বসেন বিশাল এক ‘নো’। নো বলটি এতই বড় ছিলো যে দাগ থেকে তার ডান পা এক হাত বাইরে ছিলো।
২০১০ সালে লর্ডস টেস্টে মোহাম্মদ আমীর যে ‘নো’ বল দিয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সান্টোকির ‘নো’ বল ছিলো তার চেয়েও বড়।
এক ওভারে এরকম ২ টি বল দেখে স্বভাবতই প্রশ্ন ওঠে এটা ফিক্সিং নয় তো? টিম ডিরেক্টরের মনেও জেগেছে এ নিয়ে সংশয়।
