8:40 AM, 13 November, 2025

নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরন

79235414_2457875867763935_1917916129905344512_n

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)

দিনাজপুরের নবাবগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ২৭৫ জন শিক্ষার্থী ও ২৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এ ব্যাগ ও হুইল চেয়ার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউ,পি চেয়ারম্যান সায়েম সবুজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।