ডাকসু আয়োজিত; ঢাবিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা

ঢাবি প্রতিনিধি :
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী সংলগ্ন হাকিম চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। ১০ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১ টায় বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় বিজনেস অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, প্রকাশক ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিজ্ঞানের উৎকর্ষতার এ যুগে সব ধরনের বই অনলাইনে পড়া গেলেও ছাপা বইয়ের আবেদন কমেনি। এই বই আমাদের সত্যিকারের অনুপ্রেরণা জোগায়। তিনি এ সময় প্রকাশকদের মুক্তিযুদ্ধ ভিত্তিক, জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বইগুলোর ইংরেজি অনুবাদ ও আরও বেশি সহজলভ্যতার দিকে মনযোগ দিতে বলেন।
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, মৌলবাদীদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভে জ্ঞানের বিকল্প নেই।
এবারের বইমেলায় ৮০টির বেশি প্রকাশনী অংশগ্রহণ করছে। এটি আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এতে প্রতি সন্ধ্যায় থাকছে সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
