7:03 AM, 13 November, 2025

জামালপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত

=725-20190901044321

জামালপুরের ইসলামপুরে পুলিশের সঙ্গে ‌‌কথিত বন্দুকযুদ্ধে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলী (৪০) বেলগাছার ইউপি সদস্য। তার বিরুদ্ধে হত্যা, নৌ-ডাকাতি ও মাদকসহ ১১টি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

২ ডিসেম্বর, সোমবার গভীর রাতে যমুনার নদীর দুর্গম কুতুবুল্লার চরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, ইসলামপুর সদর সার্কেলের এএসপি মোহাম্মদ সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় যমুনা নদীর দুর্গম চর প্রজাপতি এলাকা থেকে বেলগাছা ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার দেয়া জবানবন্দি অনুযায়ী এএসপি মো. সুমন মিয়া ও ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৩টার দিকে যমুনার নদীর দুর্গম কুতুবুল্লার চরে অভিযান চালায়।

আরো জানায়, এ সময় একটি বিদেশি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার এবং মোহাম্মদ আলীর সহযোগী নুপুর আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে আলী ডাকাতকে নিয়ে নৌকাযোগে থানায় ফেরার সময় নদী তীরে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। এ সময় আলী ডাকাত গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আলী ডাকাতের অত্যাচারে যমুনার চরাঞ্চলে নদীপথে যাতায়াতকারী সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। আলী ডাকাতের নিহতের খবরে যমুনা চরাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’