আরিফুজ্জামান (আরিফ),লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীতে উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি একেএম হুমায়ন কবিরের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জাকিরুল ইসলাম (৪৮) ও আশরাফুল আলমকে(৪৯) উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করা করেছে।
আহত জাকিরুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চাংরা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আর আশরাফুল আলম সদর উপজেলার তিস্তা পূর্বদালালপাড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।
বৃহস্পতিবার সকালে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে,সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি রাস্তার কার্পেটিং এর কাজ চলছে। উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে এ কাজটি চলছে। আর এ কাজ তদারকির জন্য আদিতমারী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম ও কার্য সহকারী আশরাফুল আলম ঘটনাস্থলে আসেন। এসময় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন সারপুকুর ইউনিয়নের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির ও তার দলবল। কথার এক পর্যায়ে হুমায়ন কবির ও তার ছোট ভাই রাশেদ অতর্কিতভাবে উপ-সহকারী প্রকৌশলী জাকিরুলের উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গিয়ে কার্যসহকারী আশরাফুল আলমকেও মারধর করা হয়েছে।
এদিকে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করেন।
হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম বলেন,কোন কিছু বুঝে উঠার আগে কবির ও তার দলবল হামলা চালায় বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন,শিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা একেএম হুমায়ন কবির মোবাইল ফোনে সাংবাদিকদের জানান,কাজের মান খারাপ হওয়ায় এলাকাবাসী বাঁধা প্রদান করেন। তিনি তাকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।
আদিতমারী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ কাশফিয়া আনম জানান,তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে গুরুতর নয় বলে তিনি দাবী করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,সরকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।