12:34 AM, 13 November, 2025
59712969_2170420279710181_7780237242710097920_o

আকুতি

-আজিজুল হক সুমন

আমি কবিতার ছন্দে শুধু তোমারই কথা ভাবি,

আমার কবিতার শুধুই মর্মটুকু অনুধাবন করো এ নহে মোর দাবি।

আমি চাই মর্মে মর্মে আমার জন্য তোমার প্রাণ উতলা হোক,

আমার খোঁজে তোমার প্রাণ আমার প্রাণে উড়ুক।

তুমি নও শুধু আমার কবিতায় আবদ্ধ ছন্দ,

তুমি আমার রাতের ঝিলে ভেসে থাকা ফুটন্ত পদ্ম।

তুমি কি আসবে আমার অস্থির চিত্তে একটু বেড়াতে?

তোমার আশায় নিশিদিন ভাবছি কবে আসবে আমার মন পাড়াতে?

তোমায় নিয়ে ঝিলের পাড়ে হাঁটবো বেলা অবেলা,

তুমি আসবে তাই প্রাণে বইছে প্রজাপতির মেলা।