9:46 AM, 13 November, 2025

কু‌ড়িগ্রামে অ‌টো‌রিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

kurigram-accident

কু‌ড়িগ্রাম জেলার পুরাতন শহর এলাকার চৌরাস্তা মো‌ড়ে এক‌টি যাত্রীবাহী অ‌টো‌রিকশায় ট্রাকের ধাক্কায় অ‌টো‌রিকশার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে অন্তত ১৯ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

২ডি‌সেম্বর, সোমবার বেলা ১২ টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। আহতদের অধিকাংশ ফজলুল করিম জামিয়া ইসলামী মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মাহফুজার রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধরলা ব্রি‌জের পূর্ব প্রান্ত থে‌কে কু‌ড়িগ্রাম শহ‌রের দি‌কে আসতে থাকা এক‌টি ট্রাক পুরাতন শহ‌রের চৌরাস্তা মোড় এলাকায় এক‌টি যাত্রীবাহী ব্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশাকে ধাক্কা দেয়। ধাক্কা দেয়ার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই অ‌টো‌রিকশার দুই যাত্রী মারা যান। এবং ট্রা‌ক ও অ‌টো‌রিকশায় থাকা অন্তত ১৯ যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত‌দের কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে পাঠিয়েছে।

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসক (আরএমও) ডা.শাহীনুর রহমান সরদার জানান, আহত‌দের ম‌ধ্যে তিনজন‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অন্যদের চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মাহফুজার রহমান।