8:15 AM, 13 November, 2025

অসুস্থ তামিমের পাশে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ

received_2177145255912798

এম.আবু তালেবঃ

আনোয়ারার বৈরাগ গ্রামের আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ছোট্টশিশু তামিম (১১) দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তামিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডের ১০নং বেডে চিকিৎসাধীন৷
ডাক্তারদের ভাষ্যমতে, ওর চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন৷

তামিমের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়ালো আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ। তার জন্য গঠিত চিকিৎসা তহবিলে এ পর্যন্ত প্রাপ্ত সহায়তা থেকে ১ম ধাপে নগদ টাকা আজ ওর পরিবারের হাতে তুলে দেওয়া হল৷
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন নীল জামশেদ , সাইফুল ইসলাম ও  ইমতিয়াজ খালেক এবং মডারেটরদের মধ্যে জান্নাতুল মাওয়া, হালিমা খানম, সাহাব উদ্দীন, ইশরাক, ইফতেখার হিরু, আবদুল্লাহ আল মামুন, তারেক ও সোহেল প্রমূখ ৷
এ ব্যাপারে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন প্রকৌশলী ছলিম আল্ আরোয়ার বলেন, তামিমের চিকিৎসার্থে যারা দেশ বিদেশ থেকে অর্থ পাঠিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই৷
তামিমের জন্য আমাদের তহবিল সংগ্রহ অব্যাহত আছে৷ দেশ বিদেশে অবস্থানরত যারা অসহায় তামিমের পাশে দাঁড়াতে চান তারা ০১৮১৬-৯০৪৮৭৪ (পার্সোনাল) বিকাশে সহযোগীতা করতে পারেন।