6:59 AM, 13 November, 2025

ফিক্সিং কেলেঙ্কারি, অভিমন্যু মিঠুনকে তলব

abhimanyu-mithun_0

কর্ণাটক প্রিমিয়ার লীগে বাজি এবং স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত ভারতীয় ক্রিকেটার অভিমন্যু মিঠুনকে জেরা করার জন্য তলব করা হয়েছে। উক্ত কেলেঙ্কারিটি সনাক্তকরণের তদন্তকারী সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে প্রাক্তন এই ভারতীয় পেসারকে নোটিশ পাঠানো হয়েছে।

এই খবর নিশ্চিত করে যৌথ পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাতিল বলেছেন, ‘হ্যাঁ, আমরা মিথুনকে সিসিবির কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছি।’

পাতিল আরো বলেন, ‘মিঠুন যেহেতু টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে, সেহেতু সিসিবি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেও মিঠুনকে জিজ্ঞাসাবাদের ব্যাপারটি সম্পর্কে অবগত করেছে। মিথুন ভারতের হয়ে চারটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলেছেন।’

সিসিবির এক কর্মকর্তা বলেন, ‘গত কেপিএল মৌসুমে আমরা মিঠুনের তার খেলা নিয়ে কিছু প্রশ্ন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে, বেঙ্গালুরু পুলিশকের কাছে মিঠুনের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা জানায়, মিঠুন এখন ঘরোয়া টি-টোয়েন্টি লীগ খেলতে সুরতে রয়েছেন।

বেলগাভি প্যান্থার্সের মালিক আলী আসফাক থারাসহ কেপিএল বাজি কেলেঙ্কারির ঘটনায় জড়িত সন্দেহে চলতি বছরের জুলাই মাস থেকে মোট আট জনকে গ্রেপ্তার করেছে সিসিবি। গত বুধবার কর্ণাটক হাইকোর্ট থার জামিনের আবেদন নাকচ করে দেয়।

কেপিএলে অভিমন্যু মিথুনের অভিষেক হয়েছিলো মালনাদ গ্ল্যাডিয়েটর্সের জার্সি গায়ে। কিন্তু গত মৌসুমে তাকে বিজাপুর বুলসের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিলো।

গত সপ্তাহে সিসিবি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এবং কেপিএল দলের পরিচালকদের নোটিশ দিয়ে কেপিএলের ম্যাচগুলো নিয়ে কিছু প্রশ্ন পাঠিয়েছে।

তবে গরম খবর এই যে, মিঠুনের সাথে যোগাযোগের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।  বর্তমানে সে কর্ণাটকের দলের হয়ে সুরতে সৈয়দ মোশতাক আলী টুর্নামেন্টে নিজের খেলা চালিয়ে যাচ্ছেন।