8:06 AM, 13 November, 2025

‘ইসরায়েল-ভারত গণতন্ত্রের নীতিকে একই ভাবে মূল্য দেয়’

images

ইসরায়েল এবং ভারত গণতন্ত্রের নীতিগুলোকে একই ভাবে ভাগ করে এবং মূল্য দেয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সংবিধান দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসরায়েলের প্রেসিডেন্ট রিভেন রিভলিন এবং প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর শুভেচ্ছার প্রতি উত্তরে এই মন্তব্য করেন তিনি।

২৬ নভেম্বর, মঙ্গলবার নরেন্দ্র মোদি এমন মন্তব্য করেন। ভারতের সংবাদ সংস্থা দ্য হিন্দু এমন খবর প্রকাশ করেছে।

মোদি তার টুইট বার্তায় বলেন, ‘ভারতের সংবিধান দিবসে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমার ২০১৬ সালে আপনার ভারত সফর অত্যন্ত অনুরাগের সাথে স্মরণ করি। আমরা প্রাণবন্ত গণতান্ত্রিক ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গর্ব করি।’

তিনি আরো বলেন, ‘ইসরায়েল হলো কাঙ্ক্ষিত কৌশলগত বন্ধু। আমরা গণতন্ত্রের নীতিগুলোকে একই ভাবে ভাগ করি এবং মূল্য দেই।’ এ সময় মোদি ইসরায়েলের প্রেসিডেন্ট রিভেন রিভলিনকেও ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ওই দিনে ভারতের গণপরিষদ এই সংবিধান গৃহীত হয়। কয়েক বছর আগেও এই দিনটি ‘আইন দিবস’ হিসেবে উদযাপিত হতো।