নোয়াখালীতে ডিবির সাথে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের গুলিবিনিময়ে ডিবির ওসিসহ আরো ৫ পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহত ইব্রাহিম খলিল মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ২৭ নভেম্বর, বুধবার গভীর রাতে পৌর সদরের হরিনারায়ণপুর রেলস্টেশনের পশ্চিম মাহদুরিতে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধারের দাবি করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গতকাল ২৭ নভেম্বর, বুধবার সন্ধ্যায় শহরের হরিনারায়ণপুর রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি ইব্রাহিম খলিল ওরফে ভাণ্ডারি রুবেলকে গ্রেপ্তার করা হয়।
তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে রুবেলকে নিয়ে হরিনারায়ণপুর রেলস্টেশনের পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযানে যায় ডিবি পুলিশ।
এ সময় রুবেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলিবর্ষণ করে ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল ঘটনাস্থলেই নিহত হন।
এসময় রুবেলের সহযোগীদের গুলিতে ডিবির ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।
