6:59 AM, 13 November, 2025

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, যান চলাচল বন্ধ

untitled-1_5703

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে বিএনপি সমাবেশ। দুপুর আড়াইটা পর্যন্ত রাস্তার দুপাশে গাড়ি চলাচল করতে দেখা গেলেও এখন আর গাড়ি চলছে না। হাজার হাজার নেতাকর্মীর পদচারণা আর শ্লোগান ভোসছে আশপাশের এলাকা।

কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তার দুপাশ দখলে নেয় দলটির নেতাকর্মীরা।

মঞ্চে উপস্থিত শীর্ষ এক নেতার দাবি, আজকের সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দিকনির্দেশনা আসবে।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও উপস্থিত আছেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সেলিমা, খসরু, মোশাররফ প্রমুখ।