চট্টগ্রামে লোকালয়ে বন্য হাতি, পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির দলের আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। আজ ২৪ নভেম্বর, রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার কধুরখীল, চান্দেরহাট ও কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কধুরখীল এলাকার আবু তাহের মিস্ত্রি, চান্দেরহাট গ্রামের জাকের হোছাইন ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কুমার পাড়ার আব্দুল মাবুদ। এদের মধ্যে জাকের হোছাইন কধুরখীল সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, গতকাল ২৩ নভেম্বর, শনিবার করলডেঙ্গা পাহাড় থেকে বোয়ালখালীর লোকালয়ে চলে আসে ৯টি হাতির একটি পাল। দিনভর বিচরণ শেষে রাতে হাতির পালটি বিভক্ত হয়ে পড়ে। আজ সকালে হাতিগুলো কয়েকটি স্থানে চলাচলের পথে এমন ঘটনা ঘটায়।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী।
তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে মধ্যম কধুরখীল গ্রামের চৌধুরীহাটে জমিতে কাজ করছিলেন আবু তাহের মিস্ত্রি। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আর সকাল ৭টার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন জাকের হোছাইন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া খরণদ্বীপ শান্তি বাজারের পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল মাবুদ।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, বর্তমানে লোকালয়ে চলে আসা হাতির পালটি বিভক্ত হয়ে কধুরখীল, পোপাদিয়া ও শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানান তিনি।
