হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে, চট্টগ্রামে বিধ্বস্ত শ্রীলঙ্কা

পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৫০ রানে হেরে, হোয়াইট ওয়াশ হল শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পরিত্যক্ত হওয়ার পর, পরবর্তী চার ম্যাচে বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকে। অন্যদিকে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন তৌহিদ হৃদয়।
চট্টগ্রামে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায়, নিয়মিত কয়েকজন প্লেয়ারকে বাইরে রেখে একাদশ সাজায় বাংলাদেশ। ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি, প্রিতম কুমার, ও সাজিদ হোসাইন। প্রিতম ১ এবং সাজিদ ২১ রানে আউট হন। এরপর অবশ্য তৌহিদ ও প্রান্তিক নওরোজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় ১০২ বলে ৫ ছক্কা ও ৩ চারে ১১১ রান করেন। প্রান্তিক ৭৭ বলে ২ ছক্কা ও ৪ চারে ৬৫ রান করেন। ৫০ ওভার শেষে ৭ উইকেট শিকার ২৮৩ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে লংকানরা। সেখান থেকে ৮৭ রানের জুটি গড়ে জয়ের আভাস দিতে থাকেন মোহাম্মদ সামাজ ও রাবিন্দু রাসান্থা। শামিমের বলে সামাজ আউট হলেও, নিপুণ ধনঞ্জয়াকে সাথে নিয়ে ভয়ংকর হয়ে ওঠেন রাসান্থা। তবে ব্যক্তিগত ২১ রানের মাথায় রান আউটের ফাঁদে পড়েন নিপুণ ধনঞ্জয়া। শেষের দিকে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ানো রাসান্থা থামেন নিজস্ব ৮৪ রানে।
শেষ পর্যন্ত ইনিংসের ৩৭ বল বাকি থাকতেই ২৩৩ রানে গুটিয়ে যায় লংকান যুবারা। বল হাতে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন শাহীন আলম ও হাসান মুরাদ। একটি করে উইকেট শিকার করেন শামিম হোসেন ও অভিষেক দাস।
